শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ক্ষেতের জঞ্জালে আগুন, মুহূর্তে ছড়িয়ে পুড়িয়ে দিল বিঘার পর বিঘার ফসল, মাথায় হাত কৃষকদের

Riya Patra | ২৭ মার্চ ২০২৫ ১৮ : ৩৬Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের দুই প্রান্তে দু'টি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেন জেলার বেশ কয়েকজন কৃষক। মাঠে পড়ে থাকা খড় থেকে হঠাৎ করে লাগা আগুনের জন্য ভস্মীভূত হয়ে গেল প্রায় ৬০ বিঘা জমিতে উৎপাদিত গম। বিপুল এই ক্ষতির ফলে মাথায় হাত পড়েছে চাষীদের। 

অগ্নিকাণ্ডের ঘটনা দু'টি ঘটেছে ডোমকল থানা এলাকার শ্রীকৃষ্ণপুর এবং হরিহরপাড়া থানার আন্দুলপুর-উত্তরপাড়ার মাঠে। 
বৃহস্পতিবার দুপুর নাগাদ আগুন লাগার প্রথম ঘটনাটি ঘটে হরিহরপাড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে গম কাটার পর এক ব্যক্তি নিজের জমিতে পড়ে থাকা খড়ে আগুন ধরিয়ে দেন।  হাওয়ার দাপটে সেই আগুন দ্রুত  আশেপাশের মাঠে ছড়িয়ে পড়ে। 

গোলাম মোস্তফা নামে এক চাষী জানান ,'আজ দুপুর নাগাদ হাওয়ার দাপট খুব বেশি থাকায় দ্রুত ওই আগুন শুকনো গমের ক্ষেতে ছড়িয়ে পড়তে থাকে। দমকলের একটি ইঞ্জিন এবং স্থানীয় বাসিন্দারা বহু চেষ্টা করলেও বেশিরভাগ গমের ক্ষেত পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। '
 
গ্রামবাসীরা জানান, সকলে মিলে চেষ্টা করে এবং দুটি হারভেস্টার মেশিন আশেপাশের গ্রাম থেকে নিয়ে এসে কোনওক্রমে ২-৩ বিঘা জমির গম কেটে দ্রুত অন্যত্র সরিয়ে  কয়েকজন চাষীর অল্প কিছু গম বাঁচানো সম্ভব হয়েছে। 

অন্যদিকে প্রায় একই সময়ে ডোমকলের শ্রীকৃষ্ণপুর -কুচোমোড়া এলাকায় একটি মাঠে লাগা আগুনে ভস্মীভূত হয়ে গেছে প্রায় ৪০ বিঘা জমিতে উৎপাদিত গম এবং অন্য কিছু ফসল।
 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আজ দুপুরে  শ্রীকৃষ্ণপুর-কুচোমোড়ার মাঠে লাগা আগুনে গমের সঙ্গে প্রচুর কলা ,পটল এবং তিলের জমির সম্পূর্ণ ফসল ভস্মীভূত হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পল্টু মিঞা জানান,' আজ দুপুর নাগাদ এক চাষী নিজের জমি থেকে গম তুলে নেওয়ার পর ক্ষেতে পড়ে থাকা খড়ে আগুন দেন। কিন্তু সেই আগুন ওই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারেননি। হাওয়ার দাপটে দ্রুত ওই আগুন আশেপাশের জমিতে ছড়িয়ে পড়তে থাকে।'
 
তিনি জানান,' আমার নিজের তিন বিঘা জমির গম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু চাষীর জমিতে উৎপাদিত গম সম্পূর্ণ পুড়ে গিয়েছে। '

ওই পঞ্চায়েত সদস্য জানান, 'এক বিঘা জমিতে প্রায় ৮ কুইন্টাল গম উৎপাদন হয়। অনেক চাষী ঋণ নিয়ে বা জমি বন্ধক রেখে গম চাষ করেছিলেন। তাদের আশা ছিল উৎপাদিত ফসল বিক্রি করে ধার শোধ করে দিতে পারবেন। হঠাৎ করে লাগা এই আগুনে আজ অনেকের সারা বছরের রোজগার পুড়ে ছাই হয়ে গিয়েছে।'
 
গ্রামবাসীরার অভিযোগ করেন,  চাষের জমিতে আগুন লাগার পরই দমকলকে খবর দেওয়া হলেও তারা প্রায় দেড় ঘন্টা পর গ্রামে এসে পৌঁছায়। গ্রামবাসীরা নিজেরাই কয়েকটি ট্রাক্টর নিয়ে এসে জমিতে আল কেটে দেন যাতে পাশের জমিতে আগুন ছড়িয়ে পড়তে না পারে। এছাড়াও আশেপাশের পুকুর থেকে জল নিয়ে এসে চাষের জমিতে ঢেলে বৃহস্পতিবার বিকেল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন।


Fire in MurshidabadDevastating fireFire Incident

নানান খবর

নানান খবর

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত 

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে 

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য 

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া